Sourav Ganguly আবার বিতর্কে সৌরভ গাঙ্গুলি? মারাত্মক অভিযোগ ভারতীয় বোর্ড সভাপতির বিরুদ্ধে
ইন্ডিয়া নিউজ বাংলা: বিরাট কোহলিকে একদিনের নেতৃত্ব থেকে সরানো নিয়ে বিতর্কে অন্যতম নাম ছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। যা নিয়ে উত্তাল ক্রিকেটমহল। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সৌরভ গাঙ্গুলির অবশ্য কোনও বিবৃতি পাওয়া যায়নি।
এক্তিয়ার বহির্ভূতভাবে তিনি নাকি ভারতীয় দল নির্বাচনের বৈঠকে হাজির ছিলেন
কী এমন করেছেন সৌরভ গাঙ্গুলি যে তাঁকে নিয়ে আবার বিতর্ক তৈরি হয়েছে? এক্তিয়ার বহির্ভূতভাবে তিনি নাকি ভারতীয় দল নির্বাচনের বৈঠকে হাজির ছিলেন। সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির টুইটে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। নিয়ম অনুযায়ী বোর্ড সভাপতি হিসেবে তিনি কখনোই জাতীয় দল নির্বাচনের বৈঠকে থাকতে পারেন না। তবে বোর্ডের তরফ থেকে কেউই এই ঘটনা স্বীকার করছেন না।
দল নির্বাচনের বৈঠকে আহ্বায়ক হিসেবে বোর্ড সচিব জয় শাহ থাকতে পারেন। কিন্তু বেশ কয়েকটা বৈঠকে সৌরভ গাঙ্গুলিও নাকি হাজির ছিলেন। এখানেই তৈরি হয়েছে বিতর্ক যা নিয়ে শোরগোল পড়ে গেছে ভারতীয় ক্রিকেট মহলের একাংশে।
একটি সর্বভারতীয় টিভি চ্যানেল একটি অনুষ্ঠানে প্রশ্ন তুলেছে কোন নিয়মে সৌরভ গাঙ্গুলি দল নির্বাচনী বৈঠকে হাজির থাকেন। ওই অনুষ্ঠানে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নাকি সৌরভ গাঙ্গুলি দল নির্বাচনী বৈঠকে হাজির ছিলেন। সংবাদ মাধ্যমের অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি সৌরভ। এমনকি কোনও বোর্ড কর্তাও এই ব্যাপারে মন্তব্য করেননি। তবে অনেক কর্তা এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
You know what else is problematic apart from the obvious Ganguly- Shah duo? The presence of Rohit Sharma.
The day a leader decides to share power is the day he loses the room. So many news saying that dressing room is a divided house.
Two lions never ruled a jungle together! https://t.co/dYhornzxAN
— Cricketjeevi (@wildcardgyan) February 1, 2022
Published by Samyajit Ghosh