Suvendu Adhikari
ইন্ডিয়া নিউজ বাংলা
সৌম প্রামাণিক, কাঁথিঃ শুভেন্দু অধিকারী হাত ধরে তাঁরা বিজেপিতে যোগদান করেছিলেন। বছর ঘুরতেই তাঁরা আবার ফিরলেন তৃণমূলে। । এক বছর এক মাস পূর্ণ করার পর ফের তৃণমূলে ফিরলেন কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর – সহ পাঁচ নেতা। মঙ্গলবারই তৃণমূলে যোগ দান করেছেন অতনু গিরি, সোনা বেরা। তাঁদের বক্তব্য, বিজেপিতে কাজের সুযোগ নেই। শুধুই ধর্ম নিয়ে রাজনীতি চলছে। ভ্রান্ত নীতিতে দলের আদর্শ বিচ্যুত। বুধবার ফের ঘাসফুল পতাকা হাতে তুলে নেবেন বাকি তিন জন- উত্তম মহাপাত্র, কমলা বেরা, সত্যেন জানা। ইতিমধ্যে জেলা তৃণমূল সাংগঠনিক নেতৃত্বকে চিঠি দিয়ে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন তাঁরা।
এক বছর এক মাস পূর্ণ করার পর ফের তৃণমূলে ফিরলেন Suvendu Adhikari
অধিকারী গড় হিসাবে পরিচিত কাঁথি পৌর এলাকার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পটাসপুরের বিধায়ক উত্তম বারিক, প্রশাসক হরিসাধন দাস অধিকারীদের উপস্থিতিতে প্রাক্তন দুই কাউন্সিলর অতনু গিরি, সোনা বেরা মঙ্গলবার যোগদান করেন। তৃণমূলে ফিরে অতনু গিরি বলেন, “একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবই পূরণ করেছেন। ওঁর কর্মকাণ্ডের প্রতি আসক্ত আমলা সকলেই। তাতেই ভুল বুঝে দলে ফিরছি।”
পুর ভোটের আগে ধাক্কা Suvendu Adhikari
সূত্রের খবর, আগামী ৬ ই ফ্রেব্রুয়ারি থেকে জেলার পৌরসভার নির্বাচন নিয়ে মাথা ঘামাবেন শুভেন্দু অধিকারী। কাঁথি, এগরা, তমলুক পৌরসভার প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে শেষমেশ কী তালিকা প্রকাশ হয় তার দিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা ।যদিও এই দলবদল কিছুতেই পদ্ম শিবিরকে সমস্যায় ফেলবে না বলেই মত আদি বিজেপি নেতাদের। সৌমেন্দু অধিকারী বলেন, “যাঁরা এসেছিলেন ,তাঁরা নিজেদের আদর্শ নিয়েই এসেছিলেন। নিজেদের স্বার্থ মেটেনি তাই চলে যাচ্ছেন। তাঁরা বলছেন, তাঁদের ব্যবহার করা হয়েছে, কিন্তু কী স্বার্থে ব্যবহার করা হয়েছে , সেটা স্পষ্ট করেন তিনি । এখানে সম্মানের সঙ্গেই কাজ করেছিলেন তাঁরা । ” তবে নির্বাচনের প্রাক্কলে দুই জেলার সাংগঠনিক চরিত্র বদল বেশ বিপাকে পড়তে হবে বলেই মত অনেকের ।
Suvendu Adhikari