Sunday, November 10, 2024
Homeরাজ্যপূর্ব বর্ধমানAttack on toll workers টোলকর্মীদের ওপর হামলা, আহত ২

Attack on toll workers টোলকর্মীদের ওপর হামলা, আহত ২

সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা, Attack on toll workers গ্রামের রাস্তার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করার জন্য দ্বায়িত্ব দেওয়া হয়েছে টোলকর্মীদের উপর । এতদিন এই দ্বায়িত্ব ছিল পঞ্চায়েতের। কিন্তু পঞ্চায়েতের কাছ থেকে এবার দ্বায়িত্ব সরিয়ে নিয়ে টোলকর্মীদের হাতে তুলে দেওয়া হল। আর এরপরেই টোলকর্মীদের ওপর হামলার অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় সেখ সাকিল ও নাজির মল্লিক দু’জন আহত হয়েছেন। আহতরা প্রত্যেকে আউশগ্রামের পিচকুরির বাসিন্দা। বর্তমানে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আহতরা। উত্তেজনা থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী।

আউশগ্রামের ফতেপুর গ্রামের কাছাকাছি অজয়নদে বালিঘাট রয়েছে। ওই বালিঘাট মঙ্গলকোট এলাকার মধ্যে পড়ে। সেখানে বালিবোঝাই গাড়ি ফতেপুর গ্রামের রাস্তা দিয়েও যাতায়াত করে। ফতেপুর গ্রামের পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের প্রধান মোজাফ্ফর শেখ জানান , রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য আলোচনা করে টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে টোল ট্যাক্স আদায় শুরু হয়েছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় ওই টোলকর্মীদের ওপর একদল দুস্কৃতি অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। প্রচুর মারধর করে টোলকর্মীদের । গোটা ঘটনার  তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন : সারের দামে কালোবাজারি রুখতে হানা সরকারি আধিকারিকদের

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular