Shootout at Alipurduar
ইন্ডিয়া নিউজ বাংলা,
অনীশা পোদ্দার , আলিপুরদুয়ার : গ্যারগেণ্ডা চা বাগানে একটি সরকারি কালভার্ট তৈরির বরাত পাওয়া নিয়ে বিবাদের জেরে শুটআউট আলিপুরদুয়ারের মাদারিহাট থানার গ্যারগেন্ডা চা বাগানে।ঘটনায় নৃসংশ ভাবে দুই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের স্ত্রীদের। নিহতদের নাম পাপ্পু থাপা (৩২) ও তাঁর ঘনিষ্ঠ বাবু মাহালিকে(২৮)।
ছাদের ওপর থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে নামানো হয় Shootout at Alipurduar
অভিযোগ সোমবার গভীর রাতে কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল নিহত পাপ্পু থাপার মন্দির লাইনের বাড়িতে রিভরলবার নিয়ে চড়াও হয় বলে অভিযোগ।তুমুল গুলি বৃষ্টির মধ্যেও নিজেকে কোনোক্রমে রক্ষা করে, পাপ্পু থাপা ও তাঁর অনুগামীরা স্থানীয় একটি আইসিডিএস সেন্টারের ছাদে আশ্রয় নিলে তাঁদেরকে দেখে ফেলে বিপক্ষ শিবিরের লোকজন।অভিযেগ ওই ছাদের ওপর থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে নামানো হয় প্রত্যেককে।তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হয় পাপ্পু থাপা (৩২) ও তাঁর ঘনিষ্ঠ বাবু মাহালিকে(২৮)।অভিযোগ সেখানেই থেমে না গিয়ে ওই দুস্কৃতি দলটি মৃত্যু সুনিশ্চিত করতে ধারালো অস্ত্র ও বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়ে ।সে সময় পাপ্পু থাপার আরও চার অনুগামী গুরুতর জখম হয়।
৯ মাসের শিশুকন্যাকে নিয়ে প্রাণে বাঁচেন পাপ্পুর স্ত্রী সন্ধ্যা তামাং Shootout at Alipurduar
ওই আক্রমণের মুখে কোনোক্রমে নিজের ৯ মাসের শিশুকন্যাকে নিয়ে প্রাণে বাঁচেন পাপ্পুর স্ত্রী সন্ধ্যা তামাং।তাঁর সরাসরি অভিযোগ ওই গ্যারগেন্ডা চা বাগানের বিপক্ষ ঠিকাদার কুন্দন ভুজেলের নেতৃত্বেই পুরো হত্যালীলা সংঘটিত হয়েছে।রাতেই মাদারিহাট থানার পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করেছে।ঘটনার পর থেকেই ফেরার খুনে অভিযুক্তরা।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।থমথমে রয়েছে গ্যারগেন্ডা চা বাগান ।
Shootout at Alipurduar