প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : Brown sugar confiscated in Siliguri আবারও মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বাজেয়াপ্ত ১ কোটি ৭৫ লক্ষ টাকার ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার এক মাদক কারবারি। রাজ্য-সহ শিলিগুড়িতে জোরেকদমে চলছে মাদক বিরোধী অভিযান। শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে মাদক বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।
বাজেয়াপ্ত ১ কোটি ৭৫ লক্ষ টাকার ব্রাউন সুগার Brown sugar confiscated in Siliguri
আরও পড়ুন : Daughter-in-law Remarried পুত্রবধূর বিয়ে দিয়ে নজির গড়লেন শ্বশুর-শাশুড়ি
সোমবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে। পুলিশ সূত্রে খবর, পানিঘাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই মাদক কারবারিকে। ধৃতের নাম আব্দুল রউফ বিশ্বাস। তার বাড়ি মালদা জেলার কালিয়াচকের নারায়ণপুর এলাকায়। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮৫০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ধৃতকে।
আরও পড়ুন : Injured by tiger attack কুলতলিতে বাঘের হানায় জখম মৎস্যজীবী
———–
Published by Subhasish Mandal