Thursday, November 21, 2024
HomeMunicipal PollsTMC MLA threatens, BJP files FIR ভোট না দিলে "দুয়ারে প্রহার" হুমকি...

TMC MLA threatens, BJP files FIR ভোট না দিলে “দুয়ারে প্রহার” হুমকি উদয়ন গুহর, অস্বস্তি তৃণমূলে

TMC MLA threatens, BJP files FIR ভোট না দিলে “দুয়ারে প্রহার” হুমকি উদয়ন গুহর, অস্বস্তি তৃণমূলে

অমিত সরকার, ইন্ডিয়া নিউজ বাংলা, কোচবিহার: আবারও উদয়ন গুহর বিতর্কিত বক্তব্যে সরগরম রাজ্য রাজনীতি । রবিবার দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের পৌর ভোটকে সামনে রেখে কর্মী সভায় একপ্রকার হুমকি দিলেন দলের কর্মীদের। তিনি বলেন রাজ্যের সরকার মায়েদের জন্য লক্ষীর ভান্ডার দিয়েছে। মায়েদের তো কিছু বলা যায় না তবে পুরুষদের জন্য বেসরকারিভাবে পৌরসভায় নারায়ণের ভান্ডার রয়েছে। ‌

যারা সরকারের সুবিধা নেবে এবং ভোট দেওয়ার সময় অন্য কিছু ভাববে তাদের জন্য নতুন প্রকল্প আনা হয়েছে যার নাম ” দুয়ারে প্রহার”।

পাশাপাশি তিনি বলেন যারা সরকারের সুবিধা নেবে এবং ভোট দেওয়ার সময় অন্য কিছু ভাববে তাদের জন্য নতুন প্রকল্প আনা হয়েছে যার নাম ” দুয়ারে প্রহার”। তিনি রীতিমতো হুমকি সুরে বলেন যারা সুবিধা নিয়ে ভোট দেবে না তাদের জন্য এই প্রকল্প কার্যকর হবে তাই এখন থেকেই সকলে সাবধান হয়ে যান। ফলে স্বভাবতই পৌর নির্বাচনের আগে নাম না করে যারা তৃণমূলকে ভোট দেবে না তাদের উদ্দেশ্যে করা এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশ্ন উঠছে তাহলে কি আগামী পৌর নির্বাচনে দিনহাটা আরো একবার বিরোধীশূন্য হবে ?

এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন উদয়ন বাবুর এই বক্তব্য তার নিজস্ব বক্তব্য তার এই বক্তব্যকে দল সমর্থন করেন না। দলের নীতি আদর্শের পরিপন্থী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনবার সরকার গঠন করেছেন গণতান্ত্রিক নীতি আদর্শের ভিত্তিতে। যখন বামফ্রন্টকে হারিয়েছিল তখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে সরকার গঠন করা হয়েছিল তৃণমূল সরকার। তাই উদয়ন বাবু যে কথা বলেছে সেটা গণতন্ত্রের পরিপন্থী। এইসব নির্বাচন হচ্ছে সেটা গণতন্ত্রের মাধ্যম দিয়ে হচ্ছে তাই মানুষের সাড়া পাচ্ছেন বলে জানান রবীন্দ্রনাথ বাবু। দুয়ারে সরকার ও লক্ষী ভান্ডার প্রকল্প মমতা ব্যানার্জির ঐতিহাসিক প্রকল্প সেটা সারা বিশ্বে প্রচলিত হয়েছে আর এই প্রকল্প কোন প্যারালাল প্রকল্প হয় না।

“দুয়ারে প্রহারে প্রকল্প এটা হতে পারে না এটা দলকে ড্যামেজ করছেন আমি উদয়ন বাবুকে বলবো এই সমস্ত হঠকারী বক্তব্য থেকে আপনি বিরত থাকুন”

দুয়ারে প্রহারে প্রকল্প এটা হতে পারে না এটা দলকে ড্যামেজ করছেন আমি উদয়ন বাবুকে বলবো এই সমস্ত হঠকারী বক্তব্য থেকে আপনি বিরত থাকুন। সব কিছু বিষয় রাজ্য নেতৃত্ব ঠিক করবেন বলে জানান। নির্বাচনের আগেই এই ধরনের বক্তব্য রাজনৈতিক নেতার বক্তব্য হতে পারে না দল যে নীতি আদর্শ চলছে সেই হিসাবে এই ধরনের বক্তব্য একেবারেই পরিপন্থী। গাজন তীর্থ পুরো বিষয়টা জেনে গিয়েছে তা যা ব্যবস্থা গ্রহণ করার জন্যই করবেন বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ।

এরপরই দিনহাটা বিধানসভা বিধায়কের প্ররোচনামূলক বক্তব্যের প্রতিবাদে এফ.আই.আর প্রদান কোচবিহার কোতোয়ালি থানায়

দিনহাটা বিধায়ক উদয়ন গুহের কটুক্তি কর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা কোচবিহারে। এই তরজা শুধু বিজেপি নয় তৃণমূল কর্মীদের মধ্যেও কিন্তু বর্তমান।উদয়ন গুহ এর আগে মন্তব্য করেছেন,”যারা পৌরসভায় দলকে ভোট দেবে না তাদের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে দুয়ারে প্রহার প্রকল্প”। এই মন্তব্যকে ঘিরে কিন্তু সরগরম আবহাওয়া কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গে। শাসকদল এবং বিরোধী দলে উভয় দলের মধ্যে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এই নিয়ে আজ কোচবিহারের কোতোয়ালি থানায় এফ.আই.আর কপি প্রদান জেলা বিজেপি আধিকারিকদের। এফ আই.আর কপি প্রদানের পর জেলা বিজেপির এক আধীকারীক বিরাজ বাবু জানান, শাসকদল দুয়ারে সরকার, লক্ষীৎর ভান্ডার এনেছে। কিন্তু আগামী পৌরসভা ভোটে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয় তাহলে তিনি দুয়ারে প্রহার প্রকল্প চালু করবে এবং যাকে যে ভাবে ব্যবস্থা করার করবে। এই বক্তব্যের পর কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গের তোলপাড় হয়ে গেছে। ওনার এই কথা বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি দিনহাটার বিধায়ক এবং কোচবিহার জেলা তৃনমূল এর চেয়ারম্যান। ওনার ভাষা  এরকম উস্কানিমূলক হয় তাহলে দলে নিচু স্তরের কর্মীরা এর দ্বারা উদ্বুদ্ধ হবে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করবে আগামী নির্বাচনে। আপনারা সকলেই জানেন দিনহাটার লোকেরা বোমের শব্দে ঘুমাতে যায় এবং গুলির শব্দে ঘুম থেকে ওঠে।

আমাদের আশা পুলিশ নিরপেক্ষ দৃষ্টিতে এই বিষয়ে দেখবেন আর পুলিশ যদি তল্পিবাহক হয় তাহলে যেরকম আছে সে রকমই ফাইল চাপা পড়বে। এছাড়াও উনি কিন্তু নির্বাচনী বিধি ভঙ্গ করেছে আমরা এর জন্য নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করবো।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular