Friday, October 18, 2024
Homeরাজ্যMamata Banerjee : ৩ রা ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল,কলেজ,...

Mamata Banerjee : ৩ রা ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়

ইন্ডিয়া নিউজ বাংলা

কলকাতা :  আর অনলাইন ক্লাস নয়,অবশেষে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা খুলছে। আগামী ৩ রা ফেব্রুয়ারি থেকে আবার চালু হচ্ছে ক্লাস।v অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, ইউনিভার্সিটিরও। তবে প্রাথমিক স্কুলের দরজা আপাতত খুলছে না।পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে ‘পাড়ায় পাঠশালা’য়। একই সঙ্গে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি স্কুল কলেজে সরস্বতী পুজোর আযোজন করতে পারবে পড়ুয়ারা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

খুলছে পার্ক, সুইমিংপুল সিনেমা হল  Mamata Banerjee

পাশাপাশি করোনার গ্রাফ নীচে নামায় সব ক্ষেত্রেই বেশকিছু ছাড় দেওয়া হয়েছে। এবার থেকে খুলে দেওয়া হচ্ছে পার্ক, সুইমিংপুলসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রও। সিনেমা হল, থিয়েটার হল, রেস্তোরাঁ এবং বার চালু থাকতে পারবে ৭৫ শতাংশ আসনে লোক নিয়। একই সঙ্গে  সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি থেকে খেলা পর্যন্ত ৭৫ শতাংশ আসনে লোক নিয়ে করা যাবে। নেতাজি ইনডোরে কোনও অনুষ্ঠান হলে ৭৫ শতাংশ আসনে দর্শক নিয়ে অনুষ্ঠান করা যাবে।  সিএবিরও আইপিএল আসছে। এখানেও স্টেডিয়ামে ৭৫ শতাংশ  অনুমতি দিচ্ছে রাজ্য সরকার। আগামীকাল থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।

আর ও পড়ুন : NeoCov Virus : নিওকোভ ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular