Trinamool face abhishek তৃণমূলের পরবর্তী মুখ অভিষেকই, স্পষ্ট করলেন ফিরহাদ
কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: সিপিএমের ভুল তৃণমূল করতে চায় না, তাই দলের দ্বিতীয় প্রজন্মকে তুলে আনার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আর সেই আলোচিত দ্বিতীয় প্রজন্মের মুখ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই মত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। শেষ বিধানসভা নির্বাচন ও কলকাতা পুরসভার নির্বাচনে দেখা গিয়েছে অসংখ্য উচ্চশিক্ষিত নতুন মুখ তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলর হয়েছেন। মাসখানেকের মধ্যে রাজ্যের বাকি পুরসভাগুলিতেও যে নির্বাচন হতে চলেছে সেখানে এক ঝাঁক তরুণ উচ্চশিক্ষিত মুখকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল।
দলের দ্বিতীয় প্রজন্মকে সামনে নিয়ে আসতেই তাঁরা শিক্ষিতদের বেশি করে প্রার্থী করছে
এই নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, দলের দ্বিতীয় প্রজন্মকে সামনে নিয়ে আসতেই তাঁরা শিক্ষিতদের বেশি করে প্রার্থী করছে। কারণ নবীন প্রজন্মের চাহিদা, ভাবনা-চিন্তা এই উচ্চশিক্ষিত নবীন প্রজন্ম অনেক ভালো বুঝতে পারবেন। যাতে দ্বিতীয় প্রজন্মের অভাবে তৃণমূলের মতাদর্শ ধাক্কা না খায় সেই দিকে লক্ষ্য রেখেই তাঁরা ভাবনা চিন্তা করে এই পথে পা বাড়িয়েছেন বলে কলকাতার মেয়র স্পষ্ট জানান।
দ্বিতীয় প্রজন্মের অভাবে সিপিআইএমের কী অবস্থা হল সেটা সকলেই দেখেছে
এই প্রসঙ্গে সিপিআইএমের উদাহরণ টেনে তিনি বলেন, দ্বিতীয় প্রজন্মের অভাবে সিপিআইএমের কী অবস্থা হল সেটা সকলেই দেখেছে। আমরা চাই না তৃণমূলকে সেই পরিস্থিতিতে পড়তে হোক। এই দ্বিতীয় প্রজন্মের মুখ হিসেবে একেবারে সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন। দলের সাধারণ সম্পাদকের নেতৃত্ব নিয়ে কোনও বিতর্ক নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন ফিরহাদ।
Published by Samyajit Ghosh