Saturday, November 23, 2024
HomeখেলাINDIAN CRICKETFixing: Brendan Taylor banned ডোপিং ও ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন বছর নির্বাসিত...

Fixing: Brendan Taylor banned ডোপিং ও ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন বছর নির্বাসিত জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলর

Fixing: Brendan Taylor banned ডোপিং ও ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন বছর নির্বাসিত জিম্বাবোয়ের ব্রেন্ডন টেলর

ইন্ডিয়া নিউজ বাংলা:  ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক বেন্ডন টেলরকে সাড়ে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি।

শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক এর  বিরুদ্ধে মোট চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেলরকে সব ধরনের ক্রিকেটে সাড়ে ৩ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আরও  জানায়, টেলর আইসিসির দুর্নীতিবিরোধী বিধির চারটি ধারা ভঙ্গের কথা শিকার করেছেন। সেই সঙ্গে আইসিসি অ্যান্ডি-ডোপিং বিধিরও একটি ধারা ভঙ্গের কথা শিকার করেছেন তিনি।
নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৮ জানুয়ারি থেকে।

টেলারের এই শাস্তির পর ক্রিকেট দুনিয়ায় ফের ম্যাচ গড়াপেটার ছায়া।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular