Friday, October 18, 2024
Homeরাজ্যBurmese timber smuggling দুটি লরিতে বার্মাটিক পাচার! হরিয়ানার তিন পাচারকারীকে গ্রেফতার করল...

Burmese timber smuggling দুটি লরিতে বার্মাটিক পাচার! হরিয়ানার তিন পাচারকারীকে গ্রেফতার করল বেলাকোবা রেঞ্জ

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা: Burmese timber smuggling  বড়সড় সাফল্য পেল বৈকণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ। অভিনব কায়দায় দুটি ১২ চাকার লরিতে করে প্লাইউডের আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার অবৈধ বার্মাটিক কাঠ। গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বেলাকোবা বন দফতরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি ১২ চাকার লরি-সহ উদ্ধার হয় কোটি টাকার বার্মাটিক কাঠ। বিভিন্ন সময় দেখা গেছে কাচের আড়ালে, ভুষির বস্তার আড়ালে পাচার করা হয় বার্মাটিক কাঠ। এবার প্লাইউডের আড়ালে পাচার করতে গিয়ে ধরা পরল পাচারকারীরা। বন দফতর সূত্রে জানা গেছে অসম থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল এই কাঠগুলো। এই ঘটনায় ওসামিম, নাসিম ও মুস্তাকিম নামে তিন পাচারকারীকে গ্রেফতার করে বেলাকোবা রেঞ্জ। এরা তিনজনেই হরিয়ানার বাসিন্দা। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

বৈকণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের অভিযান Burmese timber smuggling

আরও পড়ুন : Allegations of corruption in road construction হাত দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে নতুন পিচ রাস্তা, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বৈঁচিতে

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular