Wednesday, January 15, 2025
HomeদেশRahul Gandhi Big Statement শীঘ্রই পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস: রাহুল...

Rahul Gandhi Big Statement শীঘ্রই পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস: রাহুল গান্ধি

ইন্ডিয়া নিউজ বাংলা, চণ্ডীগড় : Rahul Gandhi Big Statement পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যেই হোক না কেন নভজ্যোত সিধু এবং চরণজিৎ চান্নি দুজনেই আশ্বস্ত করেছেন যে তাঁকে উৎসাহের সাথে সমর্থন করা হবে। একথা জানিয়েছেন কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধি। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী চান্নি এবং নভজ্যোত সিং সিধু আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে বলেছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে কর্মীদের উচিত মুখ্যমন্ত্রীকে সমর্থন করা, তা সে যেই হোন না কেন। রাহুল বলেন, দু’জন মানুষ একসঙ্গে নেতৃত্ব দিতে পারে না, একজনই নেতৃত্ব দিতে পারে। একজন নেতৃত্ব দিলে অন্যজনকে তাঁর সঙ্গী হতে হবে। সেই প্রতিশ্রুতি তাঁরা দিয়েছেন।

দলের প্রচার শুরু করতে পঞ্জাবে তাঁর সারাদিনব্যাপী সফরে জলন্ধরে এক সমাবেশে রাহুল গান্ধি বলেন যে, দল ও কর্মীরা যাঁকে চাইবে তিনিই মুখ্যমন্ত্রী প্রার্থী হবেন। রাহুল বলেছেন যে, আমি চাই পঞ্জাব কংগ্রেস কর্মীরা সিদ্ধান্ত নেবেন পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন।

আমি রাহুল গান্ধির সিদ্ধান্ত মেনে যাব: নভজ্যোত সিং সিধু Rahul Gandhi Big Statement

পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু বলেছেন যে, জনগণের মনে প্রশ্ন হল এই সঙ্কট থেকে পঞ্জাবকে কে বাঁচাবে এবং এর রোডম্যাপ কী হবে? তৃতীয় আর একটি প্রশ্নটি হল, জনগণ কার মুখোমুখি হবে? একই সঙ্গে সিধু বলেছেন যে, একজন সুশৃঙ্খল সৈনিকের মতো আমি রাহুল গান্ধিকে আশ্বাস দিচ্ছি যে আমি তাঁর সিদ্ধান্ত মেনে চলব।

কিন্তু একই সঙ্গে সিধু এটাও জানিয়েছেন যে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর আরও ক্ষমতা চাই। তিনি শোপিস হতে চান না। সিধু বলেছেন, আমরা সবাই এক এবং আমরা টিআরপির জন্য লড়াই করছি না। আমরা পরবর্তী সরকার গঠনের জন্য লড়াই করছি। এর জন্য আমাকে কবর দেওয়া হলেও আমি তা করব না। কিন্তু আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিন এবং আমাকে শোপিসের মতো ব্যবহার করবেন না।

বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী চান্নি Rahul Gandhi Big Statement

সিধুর পরে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও ভাষণ দেন। এই সময় সিধুকে মঞ্চে ডেকে একতা দেখানোর চেষ্টা করেন চান্নি। তিনি বলেন, আমি কোনও পদে পিছিয়ে নেই। আপনি মুখ্যমন্ত্রীর জন্য যে কোনও নাম ঠিক করুন এবং আমি তাঁকে প্রথম সমর্থন করব। পঞ্জাবে ২০ ফেব্রুয়ারি ভোট হবে এবং ১০ মার্চ ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন : Polstrat-NewsX Pre-Poll Survey 2 Punjab পঞ্জাবে কোন দল সরকার গঠন করবে?

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular