Friday, November 8, 2024
Homeরাজ্যমালদাPresident's Police Medal এসআই ওমর ফারুককে সংবর্ধনা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের

President’s Police Medal এসআই ওমর ফারুককে সংবর্ধনা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা : President’s Police Medal পুলিশের কাজে বিশেষ দক্ষতার জন্য এবার প্রেসিডেন্ট’‌স পুলিশ মেডেল (President’s Police Medal) পাচ্ছেন মালদার মোথাবাড়ি থানার এসআই ওমর ফারুক। এই খবর এসে পৌঁছতেই খুশির আবহ জেলা পুলিশ থেকে জেলাবাসীর মধ্যে। গোটা রাজ্যে প্রেসিডেন্ট’‌স পুলিশ সম্মান পাচ্ছেন মোট ১৬ জন। তার মধ্যে রয়েছেন মালদা জেলারই ২ পুলিশ আধিকারিক। তাঁরা হলেন ওমর ফারুক এবং নীহাররঞ্জন ভৌমিক। ওমর ফারুক এসআই হিসেবে কর্মরত মোথাবাড়ি থানায়।

প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ ২৫ জানুয়ারি এই খবর এসে পৌঁছয় মালদা জেলায়। সাধারণ প্রজাতন্ত্র দিবসে এই মেডেল দিয়ে সম্মানিত করা হয়ে থাকে। এবার করোনা পরিস্থিতির জন্য পরে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। এই খবর রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে পৌঁছাতে তিনি এসআই ওমর ফারুককে আহ্বান জানান সংবর্ধনা দেওয়ার জন্য। সেইমতো ২৬ জানুয়ারির দিন বিকেলে কালিয়াচক ২ নম্বর ব্লক বিডিও অফিসে এসআই ওমর ফারুককে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও রমাল সিং বীরদী ও মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জি।

মোথাবাড়ি থানার এসআই ওমর ফারুক President’s Police Medal

আরও পড়ুন : Compensation to Farmers মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত চাষিদের চেক প্রদান, ফের কাজ শুরু বাইপাস রোড ও ভাগীরথী ব্রিজে

কালিয়াচক ২ নম্বর ব্লক বিডিও অফিসে সংবর্ধনা President’s Police Medal

সাধারণ সর্বভারতীয় স্তরে পুলিশের বিশেষ অবদানের জন্য পিএমজি (‌পুলিশ মেডেল ফর জেনারেল)‌, পিপিএম (‌প্রেসিডেন্ট’‌স পুলিশ মেডেল ফর ডিসটিংগুইসড সার্ভিস)‌ এবং পিএম (‌পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস)‌ দেওয়া হয়ে থাকে। দুঃ‌সাহসিকতা, সততা, বিভিন্ন ক্ষেত্রে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক কাজ-‌সহ বিভিন্ন কাজের জন্য এই সম্মান দেওয়া হয়ে থাকে। পুলিশ মেডেলে মনোনীত হওয়া ওমর ফারুক ১৯৯৯ সালে দক্ষিণ দিনাজপুরে পুলিশে যোগদান করেন। ২০১১ সালে এএসআই হয়ে মালদায় আসেন। ২০২০ সালে এসআই হয়ে মোথাবাড়ি থানাতে যোগদান করেন। এর আগে তিনি জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ অবদানের জন্য ৯৬টি পদক পেয়েছেন। মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মির্জাতপুরের বিষনপুর গ্রামে বাড়ি তাঁর। পুলিশ মেডেলে মনোনীত হওয়ায় খুশি ওমর ফারুক।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular