সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : Hotel fire in New Digha নিউ দিঘার হোটেল ভিক্টোরিয়া ভয়াবহ আগুন। আগুনের কবলে হোটেলের একাধিক রুম। লকডাউনের কারণে হোটেলে বেশি পর্যটক ছিল না বলেই জানা যাচ্ছে। তবে আগুন লাগলে হোটেলের জানালা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন পর্যটকরা। তাঁদেরকে ধীরে-সুস্থে বের করেন হোটেল কর্তৃপক্ষ। বর্তমানে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শটসার্কিট থেকে আগুন লেগেছে হোটেলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ।
আগুনের কবলে হোটেলের একাধিক রুম Hotel fire in New Digha
আরও পড়ুন : Legendary Singer Sandhya Mukhopadhyay Hospitalized ফুসফুসে সংক্রমণ, এসএসকেএমে ভর্তি গীতশ্রী
—–
Published by Subhasish Mandal