সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : Bangla Awas Yojana in Nadia কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত গোখেল রোডের ১১ নম্বর ওয়ার্ডের অঞ্জনাপাড়ায় বাংলা আবাস যোজনায় নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার অভিযোগ। প্রতিবাদ করায় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি এবং অশ্রাব্য গালিগালাজের অভিযোগ এলাকার কো-অর্ডিনেটার তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, ঘর তৈরি করার সময় থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল। সেই সময় বাধা দিলে সেই বাধা না মেনে ঘর তৈরি করেন কন্ট্রাক্টর। পরবর্তী সময় কন্ট্রাক্টর হাউসিং উপভোক্তাকে বলেন পরবর্তী সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু উপভোক্তার দাবি দীর্ঘ তিন মাস ধরে বাড়িতে জল দিয়ে গেছেন, অথচ বাড়ির বালি-সিমেন্ট খসে পড়ছে হাত দিলেই। আর এই বিষয়ে জানাতেই মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেয় এলাকার কো-অর্ডিনেটার সঞ্জয় বসু। শুধু তাই নয় সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগ, হাত দিলেই খসে পড়ছে বাড়ির বালি-সিমেন্ট Bangla Awas Yojana in Nadia
উপভোক্তার দাবি, সঠিক নিয়ম মেনেই বাড়ি তৈরি করা হোক। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে ১১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটার সঞ্জয় বসু। তাঁর দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে বাড়ি তৈরি করা কিছু সমস্যার কারণেই আটকে রয়েছে। খুব শিগগিরই পুনরায় শুরু হবে বলে জানান সঞ্জয় বসু। যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, বিভিন্ন সময়ে এলাকার তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়। এমনকী যে সমস্ত সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করা হয় সেখান থেকেও মোটা অঙ্কের কাটমানি খায় তৃণমূল কংগ্রেস। তার ফলেই উপভোক্তাদের নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি। বিজেপি নেতার দাবি এই বিষয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হলেও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেনি।
তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়, অভিযোগ বিজেপির Bangla Awas Yojana in Nadia
আরও পড়ুন : Searching for Maoist Leader Akash মাওবাদী নেতা আকাশের খোঁজে চন্দ্রকোণার বাড়িতে ঝাড়খণ্ড পুলিশ
—–
Published by Subhasish Mandal