Republic Day: Neeraj Chopra honour নীরজ চোপড়াকে বড় সামরিক সম্মান
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলা: অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনার পদক এনে দেওয়া নীরজ চোপড়া (Neeraj Chopra)-কে বড় সামরিক সম্মান দেওয়া হচ্ছে। আগামিকাল, ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসে সোনার ছেলে নীরজকে দেওয়া হচ্ছে ‘পরম বিশিষ্ট সেবা পদক’ (Param Vishisht Seva Medal )।
৪ রাজপুতানা রাইফেলের কর্মী নীরজকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে
২০২০ টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়েন হরিয়ানার নীরজ চোপড়া।
২০২১ সালে তিনি দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার লাভ করেন
দেখুন টুইট
Tokyo Olympics Gold medalist Subedar Neeraj Chopra of 4 Rajputana Rifles awarded the Param Vishisht Seva Medal on Republic Day
(File photo) pic.twitter.com/LqS3g1yfLz
— ANI (@ANI) January 25, 2022
১৯৬০ সাল থেকে পরম বিশিষ্ট সেবা পদক দেওয়া হচ্ছে। দেশরক্ষায় নিযুক্ত সেনাকর্মী, সংরক্ষিত বাহিনি, নার্সিং অফিসার-অন্যান্য সদস্য ও আইনগতভাবে গঠিত সশস্ত্র বাহিনীসহ ভারতীয় সশস্ত্র বাহিনীর সকলস্তরের জন্য এই পুরস্কার।