প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : অনলাইন পার্সেল বদলের দায়ে সিআইডি-র হাতে গ্রেফতার এক প্রতারক। অনলাইনে জিনিস বুকিং করে বুকিং করা প্রাপ্ত জিনিসের পরিবর্তে মাটি, ইট, পাথরের মতো জিনিস পায়নি এমন লোক বোধয় খুব কমেই পাওয়া যাবে। ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় এই প্রতারণার দায়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। ভক্তিনগর থানায় এই বিষয়ে অভিযোগ জমা পড়তেই তদন্ত শুরু করেছে সিআইডি। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন এলাকা থেকে বাপি সরকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সিআইডির একটি দল। জানা গেছে, অভিযুক্তের বাড়ি ভক্তিনগর পাইপলাইন এলাকায়। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অভিযুক্ত বাপি সরকারকে জিজ্ঞাসাবাদ করে এই কারবারের সাথে অনেক বড় চক্র জড়িত রয়েছে বলে সিআইডির তদন্তে উঠে আসে। বাকিদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে সিআইডি।
অনলাইন পার্সেল বদলে দেওয়ার অভিযোগ Fraudsters arrested
আরও পড়ুন : Poppy Seed Cultivation in Cooch Behar সাড়ে ৩ বিঘা জমির বেআইনি পোস্ত গাছ নষ্ট করল পুলিশ, দেখুন ভিডিও
—–
Published by Subhasish Mandal