Monday, November 25, 2024
Homeরাজ্যনদিয়াBhagirathi River Erosion ভাঙছে পাড়! আতঙ্কে ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষজন

Bhagirathi River Erosion ভাঙছে পাড়! আতঙ্কে ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষজন

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : ভাগীরথীতে আবারও নতুন করে ফাটল আতঙ্কে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ। শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাগীরথী তীরবর্তী নদীর পাড়গুলিতে আবার বড় বড় ফাটল দেখা দেয়। ওই এলাকার মানুষের দাবি আজ সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে গিয়ে দেখেন নতুন করে আবারও ফাটল দেখা দিয়েছে। এরপর আতঙ্ক সৃষ্টি হয় নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষের মধ্যে। যদিও এর আগেও ভাগীরথীর পাড়গুলিতে ভয়াবহ ফাটল দেখা গিয়েছিল। সেই ফাটল পরিদর্শনে গিয়েছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বিধায়কের কাছে এলাকার মানুষ দাবি করেছিলেন এভাবে যদি ফাটল বাড়তে থাকে তাহলে বিঘা বিঘা চাষের জমি থেকে শুরু করে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাবে। স্থানীয় মানুষের দাবি অনুযায়ী বিধায়ক আশ্বাস দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধান করবেন এবং ফাটল নিয়ে সেচ দফতরের সাথে আলোচনা করবেন।

অভিযোগ, নদীপাড়ে পাকাপোক্তভাবে কাজ হয় না Bhagirathi River Erosion

আরও পড়ুন : Fraudster arrested নকল সোনার বাট উদ্ধার শিলিগুড়িতে! প্রতারণা চক্রের ২ পাণ্ডা পুলিশের জালে

গত এক মাস আগে নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন। সেখানেই বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুরের ভাঙনের সমস্যা তুলে ধরেন। বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজ আবারও নতুন করে ভাগীরথীর পাড়গুলিতে ফাটল দেখা দেওয়ায় খুবই আতঙ্কের সাথে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষজন। এলাকার মানুষের অভিযোগ, যখনই ভাগীরথী নদীর পাড়গুলি ভাঙতে শুরু করে তখন প্রাথমিকভাবে বালির বস্তা ফেলা হয়। কিন্তু পাকাপোক্তভাবে কাজ হয় না। যার কারণে ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ হলেই শুরু হয় ফাটল।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular