Friday, November 22, 2024
Homeরাজ্যFraudster arrested নকল সোনার বাট উদ্ধার শিলিগুড়িতে! প্রতারণা চক্রের ২ পাণ্ডা পুলিশের...

Fraudster arrested নকল সোনার বাট উদ্ধার শিলিগুড়িতে! প্রতারণা চক্রের ২ পাণ্ডা পুলিশের জালে

প্রসেনজিৎ রাহা, শিলিগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : প্রায় দেড় কেজি ওজনের নকল সোনার বাট উদ্ধার করল এনজেপি পুলিশ। ঘটনায় প্রতারণা চক্রের ২ পাণ্ডাও পুলিশের জালে। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সাদা পোশাকে অভিযান চালায় তিনবাত্তি মোড় এলাকায়। সেখানেই দুই যুবককে অহেতুক ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি নকল সোনার বাট। যার ওজন ১ কেজি ৩৭৩ গ্রাম। আসল সোনার বাট হলে ওই সোনার বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকারও বেশি হত বলে অনুমান পুলিশের।

নকল সোনার বাটের ওজন ১ কেজি ৩৭৩ গ্রাম Fraudster arrested

আরও পড়ুন : Giant Tortoises Rescued শিলিগুড়ি সুপার মার্কেটে দুটি বিশালাকৃতি কচ্ছপ উদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ লক্ষ টাকায় ওই বাটটি বিক্রির উদ্দেশে জড়ো হয়েছিল প্রতারণা চক্রের দুইজন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, জমি চাষ করতে গিয়ে মাটি থেকে এই বাটটি কুড়িয়ে পেয়েছে তারা। এই এলাকায় ন্যায্য দাম মিলছে না বলেই ভিন রাজ্যে বিক্রির চেষ্টা চালাচ্ছি বলেই গল্প বানিয়েছিল প্রতারকেরা। শহর শিলিগুড়ির এক ব্যবসায়ী প্রতারকদের এই সাজানো গল্প সত্যিই ভেবে নেন। দর কষাকষিতে ২০ লক্ষ টাকায় ওই সোনা কেনার প্রস্তাব দিয়েছিল সেই ব্যাবসায়ী। সেই মোতাবেক দুজন যুবক শিলিগুড়ি শহরে আসে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে পুলিশও। সোমবার শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতেরা হল অসমের শোনিতপুর জেলার ঘোরামারির বাসিন্দা জমির আলি এবং পশ্চিম মেদিনীপুরের আরফান শেখ। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular