অনিশা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : দিনের আলোতে গ্ৰামে দাপিয়ে বেড়াল তিনটি বুনো হাতি। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাঝিরডাবরি গ্ৰাম পঞ্চায়েতের শিবকাটা এলাকায়। গতকাল রাতেই মাঝিরডাবরি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় তিনটি বুনো হাতি প্রবেশ করে। গ্ৰামের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায় হাতি তিনটি। ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরে ইস্ট রাজাভাতখাওয়া রেঞ্জের বনকর্মীরা। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তিনটি বুনো হাতিকে জঙ্গলে প্রবেশ করাতে সক্ষম হন বনকর্মীরা।
গ্ৰামের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায় হাতি তিনটি Elephants at Alipurduar
আরও পড়ুন : River erosion at Dinhata গিলছে ধরলা নদী, ভাঙছে পাড়! নদীবাঁধ সংস্কারের আকুতি দিনহাটার দুটি গ্রামে
—–
Published by Subhasish Mandal