Sunday, November 24, 2024
Homeরাজ্যNetaji Birth Anniversary : "অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, শুধু নেতাজির...

Netaji Birth Anniversary : “অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, শুধু নেতাজির মূর্তি বসিয়ে শ্রদ্ধা জানানো যায় না” : মমতা বন্দ্যোপাধ্যায়

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া এবং ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছেন।শুধুমাত্র মূর্তি বসিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো যায় না বলেও তিনি মন্তব্য করেন। রবিবার রেড রোডে নেতাজী জন্ম জয়ন্তী অনুষ্ঠানে  প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজীর ট্যাবলো বাদ দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।রেড রোড থেকে মুখ্যমন্ত্রী বলেন, “একটা ট্যাবলো থাকলে কী ক্ষতি হত? নেতাজির ট্যাবলো কেন বাতিল হল, তার কোনও স্পষ্ট কারণ আপনারা দেননি। জানাননি ট্যাবলো কেন বাতিল করা হয়েছে। আপনারা বাতিল করেছেন, খুব ভাল কথা! ওই ট্যাবলো আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে প্রদর্শিত হবে।”

নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন যাঁরা ধর্মের নামে দেশ ভাগ করতে চাইছেন, তাঁদের উচিত নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ পড়ে দেখা। ভাগাভাগি করে, দেশভাগ করে জাতীয়তাবাদ দেখানো যায় না। মুখ্যমন্ত্রী বলেন, তিনি চান,গান্ধীজি কাকে বেশি ভালবাসতেন, তা নিয়ে বিতর্ক হোক। স্কুলের পাঠ্যপুস্তকে পড়ানো হোক দেশপ্রেমের ইতিহাস। একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, শুধু নেতাজির মূর্তি বসিয়ে সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জানানো যায় না।

আর ও পড়ুন : Subhash Chandra Bose Jayanti 2022 : বেনারসে গড়ে উঠেছে সুভাষ চন্দ্র বসুর মন্দির

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular