রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা: আচমকা একটি পণ্যবাহী লরির সামনের চাকা ফেটে উল্টে গেল রাস্তার ধারের নয়ানজুলিতে। এই দুর্ঘটনায় জখম হয়েছে গাড়ির চালক এবং খালাসি। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করান। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের রসিকপুর এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই পণ্যবাহী লরির সামনের কাচ ভেঙে গাড়িচালক ও খালাসিকে উদ্ধার করে।
সামনের চাকা ফেটে নয়ানজুলিতে পড়ল লরি Lorry accident in Malda
আরও পড়ুন : TMC group clashes in Krishnanagar কৃষ্ণনগরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩ হাসপাতালে ভর্তি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরের কুয়াশার মধ্যে ১২ চাকার একটি লরি চালবোঝাই করে গাজোল থেকে সামসি যাচ্ছিল। ৮১ নং জাতীয় সড়ক রসিকপুর এলাকায় ডান দিকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় নয়নজুলিতে। এরপর গাজোল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে আপাতত থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।
—–
Published by Subhasish Mandal