সৌম্য প্রামাণিক, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়া নিউজ বাংলা: রাজ্যজুড়ে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়ে সম্প্রতি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার স্কুল খোলার দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের বিরুলিয়ায় এক জনসভায় এসে ছাত্রছাত্রীদের পক্ষে সওয়াল করেন তিনি। শুভেন্দুর দাবি, ‘সরকার বাহাদুরের কাছে আবেদন করব, গ্রামের গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন এবং কোভিডবিধি মেনে দ্রুত স্কুল খুলবেন’।
কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে! Demand for opening schools in West Bengal
আরও পড়ুন : Nagri village in Farakka ভোট আসে, ভোট যায়! বাঁশের সাঁকোই ভরসা ফরাক্কার ৩০০ পরিবারের
রাজ্য সরকারের উদ্দেশে এদিন শুভেন্দু অধিকারীর কটুক্তি, ‘এই রাজ্যে মদের দোকান, পার্লার, বিউটি পার্লার, সেলুন খোলা। সেখানে কোভিড দেখা যায় না। কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে। এভাবে গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে স্কুল বন্ধ রেখে। ছাত্রছাত্রীরা বলছে তারা সব ভুলে গেছে। গরিব ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে স্কুল খোলা হোক’।
এরই পাশাপাশি শুভেন্দুর খেদ, ‘এই রাজ্যে একটা প্রজন্ম চাকরির আশায় বসে থেকে শেষ হয়ে গেছে। ২০১৪ সালে শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। ২ লক্ষ পিটিটিআই পাস করে বসে আছে। এবার আরও একটা প্রজন্মকে দু’বছর ধরে পড়াশোনা বন্ধ রেখে শেষ করে দেওয়া হচ্ছে। এখনই এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে গোটা প্রজন্মের শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়বে’।
—–
Published by Subhasish Mandal