রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা: রাজ্যের শিল্পনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীI বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সাংসদ বলেন, ‘এ সরকার নিজে শিল্প চাইলে তো শিল্প হবে। এ সরকারের কোনও শিল্পনীতি আছে? এ সরকার নিজে শিল্প বিরোধী সরকার, এ সরকার বাণিজ্য বিরোধী সরকার। এ সরকার এককথায় লুটের সরকার, রাহাজানির সরকার। আজ যদি শিল্পের মাহাত্ম্য বুঝত তবে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে বিশেষ স্থান অর্জন করত। যেটা কংগ্রেস দেখিয়ে দিয়েছিল বিধানচন্দ্র রায়ের আমলে। আজ একের পর এক শিল্প সম্মেলন হয়। শিল্পপতিরা অনেক কথা বলে, তাঁদের ডেকে আনা হয়। বলা হয় এখানে বিনিয়োগ করো, বিনিয়োগ করো। কিন্তু কেউ বিনিয়োগ করতে চায় না। কারণ এটা বিনিয়োগের রাজ্য নয়, এটা লুটেরাদের রাজ্য।’
‘এ সরকারের কোনও শিল্পনীতি আছে?’ Adhir Chowdhury’s sarcasm about industrial policy
—–
Published by Subhasish Mandal