অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা: আলিপুরদুয়ার জংশন থেকে নয়া দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেসে অত্যাধুনিক প্রযুক্তির এলএইচবি রেক (LHB Coaches) চালু করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। দীর্ঘদিন ধরে ওই দূরপাল্লার গুরুত্বপূর্ণ দৈনিক ট্রেনটি মান্ধাতা আমলের আইসিএফ রেক নিয়ে চলাচল করত। ফলে অনেকদিন ধরেই যাত্রী সুরক্ষার প্রশ্নে ট্রেনটিতে এলএইচবি কোচ চালু করা দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার সকালে ওই নতুন রেকের যাত্রারম্ভে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, বিধায়ক সুমন কাঞ্জিলাল ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলের আশ্বস দ্রুত উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রতিটি ট্রেনে জোড়া হবে এলএইচবি রেক। ফলে যাত্রী সুরক্ষার বিষয়টি অনেক বেশি সুনিশ্চিত হবে। এদিন সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রা শুরু করলেন উপস্থিত বিশিষ্টজনেরা।
অত্যাধুনিক প্রযুক্তির এলএইচবি রেক চালু উত্তর-পূর্ব সীমান্ত রেলে North-East Frontier Railway launches LHB coaches
—–
Published by Subhasish Mandal