Friday, November 22, 2024
Homeরাজ্যদক্ষিণ ২৪ পরগণাTiger Census in Sundarbans সুন্দরবনে শুরু ব্যাঘ্র সুমারি, ১৬১ জোড়া ক্যামেরা বসল...

Tiger Census in Sundarbans সুন্দরবনে শুরু ব্যাঘ্র সুমারি, ১৬১ জোড়া ক্যামেরা বসল গহিন অরণ্যে

শম্ভুনাথ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা, ইন্ডিয়া নিউজ বাংলা : দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের আওতাধীন সুন্দরবনে শুরু হল ব্যাঘ্র সুমারির কাজ। মঙ্গলবার রায়দিঘি রেঞ্জের চিতুরি বিট অফিসে বনবিবির পুজো দিয়ে হেড়োভাঙা-৮ জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। বন বিভাগ জানিয়েছে, ১৬১ জোড়া ক্যামেরা বসানো হবে গহিন অরণ্যের বিভিন্ন পয়েন্টে। আগামী চার দিন ধরে অন্য রেঞ্জগুলিতে চলবে এই কাজ। আপতত ১০০ জন বনকর্মী ৮টি দলে ভাগ হয়ে এই কাজ করবে। ক্যামেরার মাধ্যমে ছবি ওঠার পাশাপাশি জানা যাবে বাঘের অবস্থানও। টানা ৩৫ দিন ছবি ওঠার পর বাঘেদের সংখ্যা জানা যাবে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ব্যাঘ্র সুমারিতে বন বিভাগের আওতাধীন জঙ্গলে মোট ২৭টি। এবারের সুমারিতে সেই সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদী বনকর্তারা।

সুন্দরবনে শুরু ব্যাঘ্র সুমারির কাজ Tiger Census in Sundarbans 

আরও পড়ুন : Indian Women Success Story প্রজাতন্ত্র দিবসে নারীর ক্ষমতায়নের পতাকা উত্তোলন করবেন বিশ্বের বুকে ভারতের নাম আলোকিত করা কন্যারা

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular