ইন্ডিয়া নিউজ বাংলা, নতুন দিল্লি : Indian Women Success Story ভারতের যেসব কন্যারা গোটা বিশ্বে দেশের জন্য খ্যাতি এনেছে, তাঁরা এবার প্রজাতন্ত্র দিবসে নারীর ক্ষমতায়নের পতাকা উত্তোলন করবে রাজধানীর রাজপথে। বলা বাহুল্য যে, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত দেশকে বিশ্বের শক্তিধর দেশের তালিকায় আনতে এবং বিশ্বের কাছে ভারতের নাম তুলে ধরতে দেশের মাতৃশক্তির ভূমিকা সর্বদাই বলিষ্ঠ। এবার ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করছে দেশ।
প্রতিবন্ধী অরুণিমা জয় করেছেন মাউন্ট এভারেস্ট, আরও অনেক অর্জন Indian Women Success Story
অরুণিমা সিনহা একজন প্রতিবন্ধী মহিলা। তিনি প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন। মাউন্ট এভারেস্ট জয় করেছেন এমন অনেকের কথাই আমরা পড়েছি ও শুনেছি। কিন্তু ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট জয় করে দেশের নাম উজ্জ্বল করেছিলেন এই প্রতিবন্ধী কন্যা।
এই প্রথম ভারতের কোনও প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্টে পৌঁছে ভারতীয় মহিলাদের শক্তি দেখিয়েছেন। তাঁর আরও অনেক সাফল্যের নিদর্শন রয়েছে। অরুণিমা অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসনে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন। এই ঘটনায় তিনি প্রথম প্রতিবন্ধী নারী হিসাবেও বিশ্বে বিবেচিত হন। ভলিবলের জাতীয় খেলোয়াড় অরুণিমা। দেশের মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অরুণিমা।
গীতা গোপীনাথন : দেশের প্রথম মহিলা যিনি IMF-এর প্রধান অর্থনীতিবিদ হয়েছেন Indian Women Success Story
২০১৯ সালে দেশের প্রথম মহিলা গীতা গোপীনাথন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত হন । গীতা হার্ভার্ড থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করেছেন। প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর তিনি দ্বিতীয় ভারতীয় যিনি হার্ভার্ডের অর্থনীতি বিভাগে স্থায়ী সদস্যপদ পেয়েছেন। যা তাঁর সাফল্যর আরেকটি দিক।
এছাড়াও গীতা ২০১১ সালের ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম থেকে ইয়াং গ্লোবাল লিডারের খেতাবও পেয়েছেন। ২০১৪ সালে IMF দ্বারা প্রকাশিত বিশ্বের শীর্ষ ২৫ অর্থনীতিবিদদের তালিকায় গীতা গোপীনাথের নামও অন্তর্ভুক্ত ছিল।
অবনী, মোহনা, ভাবনা এবং শিবাঙ্গী পাইলট হয়েছেন Indian Women Success Story
মধ্যপ্রদেশের মেয়ে অবনী চতুর্বেদী দেশের প্রথম মহিলা ফাইটার পাইলট। রেওয়া-তে জন্ম নেওয়া এই মহিলার পাশাপাশি মোহনা সিং এবং ভাবনা কান্তও ভারতীয় বিমানবাহিনীতে ফাইটার স্কোয়াড্রন লিডার হিসাবে নির্বাচিত হয়েছেন।
দেশের এই তিন কন্যা বিমানবাহিনীতে যোগ দেওয়ার আগে নারীদের যুদ্ধবিমান ওড়ানোর অনুমতি ছিল না। ২০১৮ সালে একা মিগ-২১ ফাইটার এয়ারক্রাফট ওড়ানোর পর অবনী প্রথম ভারতীয় মহিলা পাইলট হয়েছিলেন। বর্তমানে সবচেয়ে শক্তিশালী ফাইটার বিমান রাফালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছে এবং শিবাঙ্গী সিং রাফালে উড়ানোর জন্য প্রথম মহিলা পাইলট হিসাবে নির্বাচিত হয়েছেন। শিবাঙ্গী নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট।
—–
Published by Subhasish Mandal