Monday, November 25, 2024
Homeরাজ্যমালদাMango cultivation in Malda district জানুয়ারিতেই গাছে মুকুল! ফলন বিঘ্নিত হওয়ার আশঙ্কায়...

Mango cultivation in Malda district জানুয়ারিতেই গাছে মুকুল! ফলন বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মালদার আমচাষিরা

রণজিৎ দাস, মালদা, ইন্ডিয়া নিউজ বাংলা: শীতের মরশুমেই মালদার বিভিন্ন বাগানে আমের মুকুলে ভরে গিয়েছে বেশ কিছু গাছে। আবার কোনও কোনও গাছে কুঁড়ির দেখা মিলতে শুরু করেছে। জেলার আমবাগানগুলিতে অগ্রিম মুকুল ফোটায় অবাক আমচাষিরা। এরফলে বিঘ্ন হতে পারে আম ফলনে, মনে করছেন চাষিরা। যদিও জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক আমচাষিদের আশ্বাস দিয়ে বলছেন, সঠিক পরিচর্যা করলে এখন ফোটা মুকুলেও আম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শীতের দাপট বাড়লে বা কুয়াশা পড়লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে সমস্ত গাছে আমের মুকুল ফুটতে শুরু করেছে সেগুলিকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন উদ্যানপালন দফতরের কর্তারা।

জানুয়ারিতেই গাছে মুকুল! আশঙ্কায় আমচাষিরা Mango cultivation in Malda district 

আরও পড়ুন : Threat message in South Dinajpur গুলি ও গাঁজার প্যাকেট রেখে তোলাবাজির ছক! তপন থানা এলাকায় ব্যবসায়ীকে মেসেজ পাঠিয়ে হুমকি পঞ্চায়েত সদস্যের

সাধারণত মালদা জেলায় বসন্তের শুরুতে আমের মুকুল ফুটতে শুরু করে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত হল আমের মুকুল ফোটার অনুকূল আবহাওয়া। তবে চলতি মরশুমে আবহাওয়ার পরিবর্তনের জন্যই শীতে আমগাছগুলোতে মুকুল ফুটতে শুরু করেছে। শীত থাকলেও এখন তাপমাত্রার পারদ অনেকটাই আমের মুকুল ফোটার পক্ষে অনুকূল। তাই অধিকাংশ গাছে মুকুল ফুটতে শুরু করেছে।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular