Friday, January 3, 2025
HomeবিনোদনFILMSJaved Akhtar birthday ৭৭-এ জাভেদ আখতার

Javed Akhtar birthday ৭৭-এ জাভেদ আখতার

Javed Akhter birthday জাভেদ আখতারকে জন্মদিনের শুভেচ্ছা স্ত্রী শাবানার

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : সদ্য ৭৭-এ পা রেখেছেন বলিউডের কিংবদন্তি গীতিকার ও কাহিনিকার জাভেদ আখতার । স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গোটা পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন    তাঁর স্ত্রী শাবানা আজমি।

শাবানা আজমির শেয়ার করা ছবিতে, জাভেদ আখতারকে তাঁর প্রাক্তন স্ত্রী-অভিনেত্রী হানি ইরানি, বর্তমান স্ত্রী শাবানা আজমি, ফারহান এবং জোয়া আখতার, তন্বী আজমি এবং শিবানী ডান্ডেরের সঙ্গে  দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে শাবানা আজমি লিখেছেন, ‘শুভ জন্মদিন জাদু’।

Javed Akhter birthday জাভেদ আখতারের আসল নাম ‘জাদু’

জাভেদ আখতারের আসল নাম ‘জাদু’। তাঁর বাবার লেখা কবিতার একটি লাইন ‘লমহা লমহা কিসি জাদু কা ফসানা হোগা’ থেকেই  তাঁর নাম রাখা হয়েছে জাভেদ আখতার। আজও জাভেদ আখতারের কাছের মানুষেরা তাঁকে ‘জাদু’ নামেই ডাকেন।

দিব্যা দত্ত, শািবানী ডান্ডেকর, শিল্পা শিরোধকার সহ বলিউডের একাধিক ব্যক্তিত্ব বর্ষীয়ান এই গীতিকার ও কাহিনীকারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular