ইন্ডিয়া নিউজ বাংলা, ইটানগর : Earthquake In Northeast অল্প সময়ের মধ্যে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত। আধ ঘণ্টায় দুটি কম্পন অনুভূত হয়েছে অসম ও মণিপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল যথাক্রমে ৩.৫ এবং ৩.৮। ভূমিকম্পের ঘটনা ঘটে পরশুদিন ও গতকাল মধ্যরাতে। এদিকে আজ সকালে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানল অরুণাচলপ্রদেশে।
অরুণাচলের ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায় Earthquake In Northeast
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) মতে, অরুণাচলে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের বাসর। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির নেই। বিস্তারিত রিপোর্ট আসলেই জানা যাবে পরিষ্কার খবর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, উত্তর-পূর্বে দুটি আফটারশকের কারণে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর-পূর্বে Earthquake In Northeast
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, অসমের ৩.৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র ছিল কাছাড় জেলার ৩৫ কিলোমিটার ভূগর্ভে। গতকাল রাত আড়াইটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়। ৩.৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মণিপুরের কাংপোকপি এলাকায় ২০ কিলোমিটার গভীরে। চলতি মাসের ১৩ জানুয়ারি কাংপোকপিতে যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিল ৪। চলতি মাসে মণিপুরের বিভিন্ন জায়গায় তিনটি ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্প হলে এই সতর্কতা অবলম্বন করুন Earthquake In Northeast
- ঘরে থাকলে মেঝেতে বসার চেষ্টা করুন।
- ঘরের সব বিদ্যুতের সুইচ বন্ধ করে দিন।
- ঘরে কোনও টেবিল বা আসবাবপত্র থাকলে তার নীচে বসে হাত দিয়ে মাথা ঢেকে রাখুন।
- আপনি যদি ঘরে থাকেন তবে ভিতরে থাকুন এবং কম্পন থামার পরেই বাইরে বেরিয়ে আসুন।
ভূমিকম্প হলে কী করবেন না Earthquake In Northeast
- আপনি বাড়িতে থাকলে দরজা, জানালা এবং দেওয়াল থেকে দূরে থাকুন।
- বাড়িতে থাকলে বাইরে বের হবেন না। আপনি যেখানে আছেন সেই অবস্থায় নিজেকে রক্ষা করার চেষ্টা করুন।
- লিফট ব্যবহার করতে ভুলবেন না।
- বাড়ির বাইরে থাকলে উঁচু দালান ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকার চেষ্টা করুন।
—–
Published by Subhasish Mandal