Bumrah ready to be Captain নেতা হওয়ার সুযোগ, বুমরাহ কী জানালেন
ইন্ডিয়া নিউজ বাংলা : ওয়ানডে সিরিজ খেলার জন্য তৈরি হচ্ছে ভারত। তার আগে এদিন সাংবাদিক বৈঠকে এসে বুমরাহ জানালেন কোহলির আচমকা নেওয়া সিদ্ধান্তের কথা তাঁরা আগে থেকেই জানতেন। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া অধিনায়কের সিদ্ধান্তকে তাঁরা সমর্থনই করেন। টেস্টের নেতৃত্ব বিরাট ছেড়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেটে জোর জল্পনা, কে হবেন জাতীয় দলের অধিনায়ক। রোহিত শর্মা এবং কেএল রাহুল অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর আবার ঋষভ পন্থের কথা বলেছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বুমরাহকে সহ-অধিনায়ক করা হয়েছে।
নেতা হওয়ার সুযোগ এলে তিনি কি তা গ্রহণ করবেন?
নেতা হওয়ার সুযোগ এলে তিনি কি তা গ্রহণ করবেন? বিপক্ষের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়া পেসার বলেন, ‘যদি সুযোগ দেওয়া হয়, তাহলে সেটা অত্যন্ত সম্মানের ব্যাপার হবে। আমার মনে হয় সুযোগ এলে কোনও খেলোয়াড়ই না বলবে না। আমার উপর দায়িত্ব দেওয়া হলে আমি তা গ্রহণ করতে প্রস্তুত। যে কোনও ধরনের দায়িত্বেই আমি একই ভাবে অবদান রাখতে চাই।’
Jasprit Bumrah as India's next Test captain anyone? pic.twitter.com/Gur6rKYMmw
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 17, 2022
নেতৃত্ব ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় শনিবার জানিয়েছিলেন কোহলি। কিন্তু তাঁর দলের সতীর্থরা আগে থেকেই তা জানতেন। সেই প্রসঙ্গে বুমরাহ বলছেন, ‘টিম মিটিংয়ের সময়েই আমরা জানতে পারি নেতৃত্ব ছেড়ে দেবে কোহলি। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে আমরা শ্রদ্ধা করি। ক্যাপ্টেন হিসেবে আজ যা অর্জন করেছে বিরাট, তার জন্য আমরা ওকে অভিনন্দন জানাই।’
Published by Samyajit Ghosh