Monday, November 25, 2024
Homeরাজ্যState Government assists students in online studies অনলাইন পড়াশোনায় পড়ুয়াদের সাহায্য রাজ্য...

State Government assists students in online studies অনলাইন পড়াশোনায় পড়ুয়াদের সাহায্য রাজ্য সরকারের

State Government assists students in online studies অনলাইন পড়াশোনায় পড়ুয়াদের সাহায্য রাজ্য সরকারের

কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা: চলতি কোভিড পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশুনায় সহায়তা করতে রাজ্য সরকার আরও এক দফায় টেলিফোনে বাংলার শিক্ষা পরিষেবা চালু করতে চলেছে। আজ থেকে এই পরিষেবা চালু হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা দুটো থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ফোন করে পাঠক্রমের বিভিন্ন বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে সহায়তা পাবেন। রবিবার বাদে সপ্তাহের প্রতিদিনই এই পরিষেবা চালু থাকবে। এই জন্য ১৮০০১২৩২৮২৩ এই টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে।

১৮০০১২৩২৮২৩ এই টোল ফ্রি নম্বরে ফোন করতে হবে 
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা পর্ষদ বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষে আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসা পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের ফরম পূরণের সময়সীমা বাইশে জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।

পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের হাতে পোশাক তুলে দেওয়া হবে
করোনার প্রকোপে স্কুল বন্ধ থাকলেও পড়ুয়ারা যাতে প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন রাজ্য সরকার সেবিষয়ে উদ্যোগী হয়েছে ।সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীকে প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে স্কুলের পোশাক, ব্যাগ ও জুতো বিতরণ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীকে পোশাক দেওয়ার জন্য এক কোটি টাকার বেশি বরাদ্দ করা হবে।
রাজ্য সরকারের নিজস্ব তাঁত শিল্পী সমবায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ওই পোশাক সরবরাহের বরাত পেয়েছে। পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের হাতে পোশাক তুলে দেওয়া হবে। স্কুল পোশাকের পাশাপাশি অন্যান্য বছরের মত প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৫ লক্ষ ৩৪ হাজার ছাত্রছাত্রীকে ব্যাগ ও জুতো দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর মোট ১৪ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে নীল স্কুল ব্যাগ
পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর মোট ১৪ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে নীল স্কুল ব্যাগ। অভিভাবকরা যেদিন মিড ডে মিল নিতে আসবেন, সেদিনই তাঁদের হাতে জুতো এবং স্কুল ইউনিফর্ম তুলে দেওয়া হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular