Saturday, November 23, 2024
Homeরাজ্যজলপাইগুড়িBikaner-Guwahati train accident investigation ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে তদন্তে ফরেন্সিক ও জিআরপির ডিআইজি

Bikaner-Guwahati train accident investigation ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে তদন্তে ফরেন্সিক ও জিআরপির ডিআইজি

সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্ত করতে সোমবার ঘটনাস্থলে এলেন তিনজনের একটি ফরেনসিক দল। সোমবার দুপুর ১২টা নাগাদ তারা ঘটনাস্থলে আসেন। এরপর পুরো এলাকা পরিদর্শন করেন এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে কিছু বলতে চাননি সংবাদমাধ্যমের সামনে।

গত বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমহনি এলাকায় ১৫৩৬৬ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের এবং আহত হয় প্রায় ৪২ জন। সেই ঘটনার তদন্ত করতে সোমবার তিনজনের একটি ফরেনসিক দল আসেন। গোটা এলাকা পরিদর্শন করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফরেনসিক ডঃ চিত্রাক্ষ সরকার বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেই এখানে আসা। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হল।’

ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে তদন্তে ফরেন্সিক ও জিআরপির ডিআইজি Bikaner-Guwahati train accident investigation

আরও পড়ুন : Fire broken at Dhupguri Town ধূপগুড়িতে আগুন! আটকে পড়া ৩ জনকে উদ্ধার

পাশাপাশি এদিন ঘটনাস্থলে আসেন জিআরপির ডিআইজি সোমা দাস মিত্র। তিনি বলেন, ‘ঘটনাস্থল ঘুরে দেখা হল। জিআরপিতে একটি কেস হয়েছিল। সেই বিষয়ে তদন্ত সুপারভাইস করতে আসা।’ তবে ঘটনার তিন চার দিন পেরিয়ে যাওয়াতে কোনও নমুনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ বিষয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলতে পারবেন।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular