সোমনাথ মজুমদার, বনগাঁ, ইন্ডিয়া নিউজ বাংলা : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাকচালক ও খালাসির। উত্তর ২৪ পরগনার অশোকনগরের তিন নম্বর রেলগেট লাগোয়া যশোর রোডের ধারে দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেমিক্যাল বোঝাই একটি ট্রাক কলকাতার দিক থেকে বনগাঁ পেট্রাপোল যাচ্ছিল। সেই সময় অশোকনগর তিন নম্বর রেলগেটের কাছে উল্টো দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় ট্রাকটি।
নয়ানজুলি থেকে উদ্ধার ট্রাকচালক ও খালাসির দেহ Road Accident in North 24 Parganas
আরও পড়ুন : Truck-lorry collision in Jalpaiguri ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষ জলপাইগুড়িতে
ভোরবেলায় বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। প্রায় চার ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় ট্রাকচালক বুদ্ধদেব সেন ওরফে বুধন এবং খালাসি অমিত সরকারকে উদ্ধার করে। দুজনেরই বাড়ি বনগাঁর ১২ পল্লি এবং আষাঢ়ু এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠিয়েছে। পাশাপশি ক্রেনের মাধ্যমে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে সাতসকালে এ ধরনের দুর্ঘটনার জেরে যশোর রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে অশোকনগর থানার চেষ্টায় যান চলাচল শুরু হয়।
—–
Published by Subhasish Mandal