উষ্ণীষ ঘোষ, বারাসত, ইন্ডিয়া নিউজ বাংলা : বারাসতে ফের আক্রান্ত বিজেপিকর্মী। আহত বিজেপি কর্মীর নাম শঙ্কর দাস। রবিবার বারাসত জেলা হাসপাতালে ওই বিজেপিকর্মী ও তাঁর মেয়েকে দেখতে আসেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র। অভিযোগ, গতকাল রাত দশটায় বারাসত পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের ওই বিজেপি কর্মী-সহ পরিবারের সদস্যদের উপর আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শংকর দাস ও তাঁর পরিবার গুরুতর আহত হওয়ায় তৎক্ষণাৎ তাঁদেরকে নিয়ে এসে বারাসত জেলা হাসপাতাল ভর্তি করেন এলাকাবাসীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার-সহ বিজেপিকর্মী, ভর্তি জেলা হাসপাতালে BJP activists attacked in Barasat
রবিবার সকালে আহত বিজেপিকর্মী শংকর দাস ও তাঁর মেয়ে পিঙ্কি দাসকে দেখতে হাসপাতালে আসেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র। আহত বিজেপিকর্মীর সাথে কথাও বলেন তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে এর আগেও খবরের শিরোনামে আসে বারাসতের এই এলাকা। মৃত্যু হয় বিজেপি সংখ্যালঘু সেলের কার্যকর্তা মহম্মদ আলির। এরপর তদন্ত চললেও পুনরায় এই আক্রমণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসত শহর তৃণমূল কংগ্রেসেরর সভাপতি অরুণ ভৌমিক বলেন, ‘চোর সন্দেহে এই এলাকার মানুষ গতকাল শঙ্কর দাসকে আটক করে। এরপর আটকের পরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে শঙ্কর। সেই ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মীও আহত হন। তবে বিজেপিকর্মীর আহত হওয়ার কথা জানা নেই।’
—–
Published by Subhasish Mandal