Virat Kohli resign as Test Captain দ:আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হার, ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বিরাট
ইন্ডিয়া নিউজ বাংলা: টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। শনিবার ট্যুইট করে জানালেন নিজেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পরেই এই সিদ্ধান্ত নিলেন কোহলি। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যাবে অন্য নেতাকে।
ভারতের অধিনায়ক হিসাবে তাঁর সম্পূর্ণ যাত্রা জুড়ে সমর্থন করার জন্য কোহলি বিসিসিআই এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। বিরাট লেখেন,” এতোটা দীর্ঘ সময় ধরে আমার দেশকে নেতৃত্ব দানের সুযোগ দেওয়ার জন্য আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। সেইসঙ্গে গুরুত্বপূর্ণভাবে ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত সতীর্থদের যাঁরা প্রথম দিন থেকেই দলের জন্য স্বপ্ন দেখেছিলেন এবং কোনও পরিস্থিতিতে কখনও হাল ছাড়েননি।
ইনস্টাগ্রাম পোস্টে বিরাট বলেন, “আমি যা কিছু করি, তাতে বরাবর ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করে এসেছি।” একদিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বিরাটের স্থলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। এবার টেস্টের অধিনায়কত্ব কার হাতে তুলে দেওয়া হয় তাই দেখার বিষয়।
— Virat Kohli (@imVkohli) January 15, 2022
Published by Samyajit Ghosh