Thursday, November 21, 2024
Homeরাজ্যমুর্শিদাবাদHomeguard dies in Murshidabad মুর্শিদাবাদে লরির ধাক্কায় মৃত্যু হোমগার্ডের

Homeguard dies in Murshidabad মুর্শিদাবাদে লরির ধাক্কায় মৃত্যু হোমগার্ডের

রাজীব ঘোষ, মুর্শিদাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা : লরির ধাক্কায় কর্মরত অবস্থায় মৃত ফরাক্কা থানার হোমগার্ড। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত হোমগার্ডের নাম গৌতম সরকার (৩৯)। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারলালপুর গ্রামে।

মুর্শিদাবাদে লরির ধাক্কায় মৃত্যু হোমগার্ডের Homeguard dies in Murshidabad

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে পুলিশের হাইওয়ে গাড়িতে কর্মরত ছিল ওই হোমগার্ড। ভোর রাতে ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার একটি মৃত দেহকে স্কট করে নিয়ে সামশেরগঞ্জ থানা এলাকায় রেখে নিউ ফরাক্কার দিকে আসছিল। সেই সময় হোমগার্ড গৌতম সরকার হাইওয়েতে গাড়ির চালককে বলে তাঁর বাথরুম পেয়েছে। খোশালপুরের কাছে হাইওয়েতে পুলিশ গাড়িটি দাঁড় করায়। যখন খোশালপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ওই হোম গার্ড বাথরুম করতে যাচ্ছিল সেই সময় একটি মালদাগামী লরি অপর একটি লরিকে বাম দিক দিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গৌতম সরকারকে ধাক্কা মারে। হোম গার্ড গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পরে। তড়িঘড়ি ঘটনাস্থলে থাকা পুলিশ তাঁকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কা থানা আইসি দেবব্রত চক্রবর্তী। ঘাতক লরিটিকে আটক করেছে ফরাক্কা থানার পুলিশ।

আরও পড়ুন : Tea for one rupee in Nadia বিশেষ নিবন্ধ : এক কাপ গরম চা এক টাকা! দুর্মূল্যের বাজারে তাক-লাগাচ্ছেন কল্যাণীর চা বিক্রেতা

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular