Saturday, November 23, 2024
HomepoliticalINDIA NEWS-JAN KI BAAT PUNJAB OPINION POLL: প্রাক-নির্বাচনী সমীক্ষায় উঠে এলো পাঞ্জাবে...

INDIA NEWS-JAN KI BAAT PUNJAB OPINION POLL: প্রাক-নির্বাচনী সমীক্ষায় উঠে এলো পাঞ্জাবে আম আদমি পার্টির উজ্জ্বল ভবিষ্যতের চিত্র

ইন্ডিয়া নিউজ, নতুন দিল্লী

ইন্ডিয়া নিউজ-জন কি বাতের জনমত সমীক্ষায়, পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। সমীক্ষায় পাঞ্জাবের বড় অংশের ভোটার কংগ্রেসের বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট নয় বলেই দাবি করা হয়েছে। যদিও আপ-এর পর কংগ্রেসই দ্বিতীয় বৃহত্তম দল বলে মনে করা হচ্ছে। শিরোমণি আকালি দল তিন নম্বরে থাকলেও বিজেপি খুব একটা ভাল ফল করতে পারবে না বলে মনে করা হচ্ছে ।সমীক্ষায় দেখা গেছে, আম আদমি পার্টি ৫৮-৬৫, কংগ্রেস ৩২-৪২, শিরোমণি অকালি দল ১৫-১৮, ভারতীয় জনতা পার্টি ১-২ এবং অন্যরা আসন্ন নির্বাচনের ফলাফলের নিরিখে 0-১ পেতে পারে।

সমীক্ষায় দেখা যাচ্ছে , ভোট ভাগাভাগি হওয়ার পর, আম আদমি পার্টি ভোট পেতে ৩৮-৩৯%, কংগ্রেস ৩৪.৫- ৩৫%, শিরোমণি অকালি দল ১৯-২০%, বিজেপি ৫- ৬% এবং অন্যরা ১-২.৫%  শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়া নিউজ-জন কি বাত-এর সমীক্ষায়, পাঞ্জাবের ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে নির্বাচনে প্রধান ইস্যু কী, তাতে জনমতের ভিত্তি অনুযায়ী প্রথমত, ২৩.৪% ভোটার মুদ্রাস্ফীতি, ১৬% ভোটার উন্নয়ন, ২০.৮% ভোটার বেকারত্ব, ৮.৯% ভোটার মাদক এবং ১০.২% ভোটার বলেছিলেন কর্মসংস্থানের কথা। শতকরা ৯০ ভাগ ভোটার বলেছিলেন প্রকৃত শিক্ষাই এই রাজ্যের প্রধান সমস্যা।

কৃষি আইন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সিংহভাগ মানুষের সংশয় রয়েছে। নির্বাচনে  কেন্দ্রের কৃষি আইন  সবচেয়ে বড় ইস্যু বলে মনে করেন প্রায় ৭০% ভোটার। আর ২০% ভোটার মনে করেন কৃষি আইন কোনো প্রভাব ফেলবে না আসন্ন নির্বাচনে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার ত্রুটি ভোটারদের কতটা প্রভাবিত করবে তার নিয়ে সমীক্ষার মত, ৬০ শতাংশ মানুষের দাবি নির্বাচনে এর প্রভাব পড়বে। ৪০ শতাংশ মানুষ মনে করেন বিষয়টি নির্বাচনে রেখাপাত করবে না ‌ বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে রাজ্যের মানুষের জনমতকে সমীক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সমীক্ষায় বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট হয়েছেন প্রায় ২৩.৪ শতাংশ ভোটার। ৪৩.২ শতাংশ ভোটার মোটামুটি খুশি বর্তমান সরকারের উন্নয়নে। বাকি ৩৩.৪ শতাংশ ভোটার বর্তমান সরকারের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : Kejriwal Mohali visit with 10 challenge পাঞ্জাব সফরে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular