Monday, November 25, 2024
HomeদেশBikaner Express Derailed বিকানের এক্সপ্রেসের ১২টি বগি লাইনচ্যুত, ৫ জন নিহত,মৃতদের পরিবারকে...

Bikaner Express Derailed বিকানের এক্সপ্রেসের ১২টি বগি লাইনচ্যুত, ৫ জন নিহত,মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলের

ইন্ডিয়া নিউজ বাংলা

বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির ময়নাগুড়িতে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের বারোটি বগি লাইনচ্যুত হয়। শেষ পাওয়া খবরে জানা গেছে  এখনো পর্যন্ত  পাঁচ যাত্রী নিহত এবং আহত অনেকে ।জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে এবং আহত ২০ জনেরও বেশি যাত্রীকে স্থানীয় ময়নাগুড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ১৫ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জলপাইগুড়ি থেকে একটি বিশেষ ট্রেন সন্ধ্যা ৭টা নাগাদ দুর্ঘটনাস্থলে আনা হয়।

যেখানে দুর্ঘটনাটি ঘটেছে  সেটা  উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার সেকশনের অংশ। জানা গেছে এক্সপ্রেস ট্রেনটি নিউ দোমোহানি স্টেশন অতিক্রম করার প্রায় সাত মিনিট পর বিকেল ৫টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিভিন্ন ছবিতে দেখা গেছে দুটি কোচ মাটিতে পড়ে আছে এবং আরও তিনটি ট্র্যাকের বাইরে রয়েছে।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার বিভাগের ডি আর এম দিলীপ কুমার সিং সাংবাদিকদের বলেন, “কোভিড মহামারীর কারণে ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড  নিয়ে বৈঠকে ছিলেন যখন তাকে ট্রেন দুর্ঘটনা সম্পর্কে  জানানো হয়।মুখ্যমন্ত্রী  পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের যাত্রীদের উদ্ধার ও চিকিত্সার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীর থেকে দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।  রেলমন্ত্রী নিজে নজর রাখছেন উদ্ধারকাজে। ঘটনার বিস্তারিত বিবরণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চপর্যায়ের রেলওয়ে নিরাপত্তা কমিশনার। ইতিমধ্যে দিল্লি থেকে দুর্ঘটনাস্থলে রওনা হয়েছেন সিআরবি ও ডিজি নিরাপত্তা।

আর ও পড়ুন : Picture of derailed Bikaner-Guwahati Express বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ রেল দুর্ঘটনার ছবি

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular