পীযূষ সরকার, দক্ষিণ দিনাজপুর, ইন্ডিয়া নিউজ বাংলা : পাটের গোডাউনে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চককাশি এলাকায়। পাটের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন বালুরঘাট থানার পুলিশ ও দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।
পাটের গোডাউনে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি বালুরঘাটে Fire at jute godown in Balurghat
আগুন নিয়ন্ত্রণে আনার অনেক আগেই পুড়ে ছাই হয়ে যায় গোডাউন থাকা বেশিরভাগ পাট৷ সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাট গোডাউনের মালিক সনাতন মণ্ডল। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও দমকল। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে ওই পাটের গোডাউনে৷ গোডাউন থেকে ধোঁয়া বেরতে দেখতেই স্থানীয়রা আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। পরে দমকলকর্মীদের সহযোগিতায় প্রায় ঘণ্টাখানেক পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷
আরও পড়ুন : Remembering Swami Vivekananda at Santipur শান্তিপুরে শারীরিকভাবে সক্ষমদের বিবেকানন্দ স্মরণ
——-
Published by Subhasish Mandal