Kejriwal Mohali visit with 10 challenges দু’দিনের পাঞ্জাব সফরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
অমিত সুদ, চণ্ডীগড়, ইন্ডিয়া নিউজ বাংলা : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দু’দিনের সফরে পাঞ্জাবে রয়েছেন। সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে কেজরিওয়ালের পাঞ্জাব সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
মোহালির মানুষকে তার দলের ১০ দফা কর্মসূচির সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। তিনি বলেন, পাঞ্জাব আপ সরকার গঠিত হলে, ধর্মের দিকে যারা আঙুল তোলেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। মোহালিতে সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল তার পাঞ্জাব মডেল তুলে ধরেন।
Kejriwal Mohali visit with 10 challenges পাঞ্জাব সফরে কেজরিওয়ালের ১০ দফা কর্মসূচি
১. দিল্লির আদলে হাসপাতাল ও মহল্লা ক্লিনিক তৈরি করা হবে পাঞ্জাব। সেখানে প্রত্যেক পাঞ্জাববাসীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
২. মাদকমুক্ত পাঞ্জাব গঠন করা হবে। মাদক মাফিয়াদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে।
৩. পাঞ্জাবে কর্মসংস্থানের একাধিক সুযোগ তৈরি করা হবে। ফলে কর্মসংস্থানের জন্য পাঞ্জাবীদের আর বিদেশ যেতে হবে না।
৪. পাঞ্জাব জুড়ে শিল্পের প্রচার করা হবে।
৫. ধর্ম অবমাননার জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
৬. শিক্ষা ব্যবস্থার সংস্কারে ও উন্নতিতে ব্যাপক জোর দেওয়া হবে।
৭. বিনামূল্যে বিদ্যুুৎ পরিষেবা পাবে পাঞ্জাবিরা।
৮. পাঞ্জাবে আইনশৃঙ্খলা আরও জোরদার করবে আপ সরকার।
৯. প্রত্যেক মাসে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক মহিলাকে এক হাজার টাকা করে দেওয়া হবে।
১০. একটি সুস্থ, দুর্নীতি মুক্ত পাঞ্জাব উপহার দেবে আপ সরকার ক্ষমতায় আসলে প্রত্যেক পাঞ্জাববাসীকে।